
যুক্তরাষ্ট্রে মুসলিম মালিকানাধীন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলো (SME) ২০২৪ সালে ৪৬.৯ বিলিয়ন ডলার আয় করেছে।
DinarStandard প্রকাশিত ‘Thrive 2025 – North America Muslim Market Report’-এ বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মুসলিম মালিকানাধীন প্রায় ৪৯ হাজার ৯৭৩টি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান (ঝগঊ) গত বছরে প্রায় ৪৭ বিলিয়ন ডলার আয় করেছে।
প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, ফ্লোরিডা ও টরন্টো অঞ্চলের প্রতিষ্ঠানগুলো শীর্ষে রয়েছে, যা মোট আয়ের ৬৭ শতাংশের বেশি।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রের মুসলিম পরিবারগুলো ১৭০.৮ বিলিয়ন ডলার ব্যয় করেছে, আর টরন্টো অঞ্চলের মুসলমানদের ব্যয় ১৫.৮ বিলিয়ন ডলার।
প্রতিবেদনের হিসাবে, যুক্তরাষ্ট্রে বর্তমানে ৭৪ লাখের বেশি মুসলিম বসবাস করছে, যাদের ৭৭ শতাংশের বয়স ৫০ বছরের নিচে।
ফলে তরুণ মুসলিম প্রজন্মই হয়ে উঠছে নতুন উদ্যোক্তা শক্তি।
প্রতিবেদনে বলা হয়েছে, কাহওয়া হাউস, হারাজ ও কামারিয়ার মতো ইয়েমেনি কফিশপগুলো যুক্তরাষ্ট্রে নতুন ধরনের কফি সংস্কৃতি তৈরি করেছে। একইভাবে হাবিবি ওউদ পারফিউম, ভেলা ও হট হিজাব ফ্যাশন ব্র্যান্ড, জোইয়া, মানজিল ও লঞ্চগুডের মতো প্ল্যাটফর্মগুলো মুসলিম উদ্যোক্তাদের আত্মবিশ্বাস ও সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। রিপোর্টে আরো বলা হয়, ‘হালাল’ এখন ধর্মীয় সীমা ছাড়িয়ে স্বাস্থ্যকর ও নৈতিক ব্র্যান্ড হিসেবে মূলধারার বাজারে জনপ্রিয়তা পাচ্ছে।
হালাল গাইজ, ক্রিসেন্ট ফুডস, স্যাফরন রোডসহ নানা ব্র্যান্ড এরই মধ্যে হোল ফুডস ও কস্টকোর মতো বড় স্টোরে জায়গা করে নিয়েছে।
(সূত্র : সালাম গেটওয়ে ডটকম)