
ইসরায়েলের পার্লামেন্ট নেসেট বুধবার অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করার একটি বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে।
নেসেটের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জুডিয়া এবং সামারিয়ার (পশ্চিম তীর) অঞ্চলগুলোতে ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রয়োগ করার জন্য’ আনা বিলটি প্রাথমিক পাঠে অনুমোদিত হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, কট্টর ডানপন্থী নোয়াম পার্টির নেতা আভি মাওজের আনা বিলটির পক্ষে ২৫ জন আইনপ্রণেতা ভোট দেন এবং বিপক্ষে ভোট দেন ২৪ জন। নেসেটের মোট সদস্য সংখ্যা ১২০।
বিলটিকে আইনে পরিণত করার জন্য আরো তিনটি অতিরিক্ত পাঠের মাধ্যমে পাস হতে হবে। এখন এটি আরো আলোচনার জন্য নেসেটের পররাষ্ট্র বিষয়ক এবং প্রতিরক্ষা কমিটির কাছে যাবে।
দৈনিক পত্রিকা ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের মা'আলে আদুমিম বসতি ব্লক সংযুক্তকরণের জন্য আনা আরেকটি বিলও নেসেটের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রাথমিক পাঠে অনুমোদন পেয়েছে। আভিগডর লিবারম্যানের নেতৃত্বাধীন ইসরায়েল বেইতেইনু পার্টির আনা এই বিলের পক্ষে ৩২টি এবং বিপক্ষে ৯টি ভোট পড়ে।
এই ভোটাভুটি এমন সময়ে হলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে বলেছিলেন, তিনি ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্ত করার অনুমতি দেবেন না। এ ছাড়া বর্তমানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ইসরায়েল সফর করছেন।
পশ্চিম তীর সংযুক্ত করা হলে জাতিসংঘের প্রস্তাবনা অনুসারে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে।
ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি হামলা বেড়েছে, যেখানে এক হাজার ৫৬ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, ১০ হাজার ৩০০ জন আহত হয়েছে এবং ২০ হাজারেরও বেশি লোককে আটক করা হয়েছে।
গত জুলাই মাসে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত এক যুগান্তকারী মতামতে, ইসরায়েলের ফিলিস্তিনি ভূখণ্ড দখলকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে সমস্ত বসতি সরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
সূত্র : আনাদেলু