তেহরান (ইকনা): হয় একসঙ্গে কাজ করুন, নয়তো একসঙ্গে আত্মহত্যা করুন- জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৭ এ এভাবেই বিশ্ব নেতাদের সতর্ক করলেন বিশ্বসংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার লোহিত সাগরের তীরবর্তী মিশরীয় শহর শার্ম আল শেখে সমবেত নেতাদের তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা অথবা ধ্বংস হওয়া- মানবজাতিকে এই দুটির মধ্যে একটি বেছে নিতে হবে।
সংবাদ: 3472787 প্রকাশের তারিখ : 2022/11/08