IQNA

অসলো’য় ইমাম আলী (আ.) মসজিদে কুরআন শিক্ষার আসর

20:04 - May 09, 2014
সংবাদ: 1404852
আন্তর্জাতিক বিভাগ: নরওয়ের রাজধানী অসলো’য় ইমাম আলী (আ.) নামক মসজিদে ১০ই মে কুরআন শিক্ষার আসরের আয়োজন করা হয়েছে।

ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত কুরআন শিক্ষার আসরে কুরআন তেলাওয়াত, অনুবাদ এবং তাফসিরের জন্য আলাদা ভাবে ক্লাস নেওয়া হবে।
ইমাম আলী (আ.) মসজিদের কর্তৃপক্ষ কুরআন শিক্ষার আসরে সকলকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে।
1404810

captcha