IQNA

মিশরের ‘আজ্জিযাহ’ প্রদেশের শিয়া ওলামার হত্যাকারী চিহ্নিত

17:42 - June 26, 2013
সংবাদ: 2552718
আন্তর্জাতিক বিভাগ: মিশরের ‘আজ্জিযাহ’ প্রদেশের নিরাপত্তা বাহিনী এই অঞ্চলের ‘যাভিয় আবু মুসলিম’ গ্রাম থেকে চার জন শিয়া হত্যার অভিযোগে দশ জনকে গ্রেফতার করেছে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মিশরের ‘আজ্জিযাহ’ প্রদেশের নিরাপত্তা ডিভাইসের সাহায্যে এদেশের বিশিষ্ট চিন্তাবিদ ও আলেম ‘শেখ হাসান শাহাতেহ’ সহ চার জন শিয়া হত্যার অভিযোগে অভিযুক্ত দশ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

আল এহরাম সংবাদ সংস্থার নতুন প্রতিবেদন অনুযায়ী, শিয়া বিরোধী শালাফি এবং মুসলিম ব্রাদারহুড দলের সাথে সম্পৃক্ত ১৫ জন সদস্য ২৩শে জুন স্থানীয় সময় বিকাল ৪ ঘটিকায় ‘যাভিয় আবু মুসলিম’ গ্রাম পরিদর্শন করে এবং শিয়াদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। পরবর্তীতে এরাই ‘শেখ হাসান শাহাতেহ’ বাড়ীতে হামলা করে তাকে নৃশংসভাবে হত্যা করে।

মিশরের শিয়া ওলামা এবং বিশিষ্ট চিন্তাবিদ ‘শেখ হাসান শাহাতেহ’, তাঁর দু’ভাই ইব্রাহীম মোহাম্মাদ শাহাতেহ এবং শাহাতেহ মুহাম্মাদ শাহাতেহ ছাড়াও ইমরান মানছুর, আব্দুল মুনজী মোহাম্মাদ, শাবান মোহাম্মাদ আব্দুল হামিদ এবং বাড়িওয়ালা শাহাতেহ আলী ওমরের উপর হামলা করে। পর্যায়ক্রমে প্রথম তিন জন নিহত হয়েছেন এবং চতুর্থ জনের পরিচয় এখনও প্রকাশ হয়নি।
1247718
captcha