IQNA

শিয়া বিরোধী জোট নির্মাণ করতে চাচ্ছে রিয়াদ; অ্যালেক্সি পুশকভ

15:32 - January 06, 2016
সংবাদ: 2600058
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দুমার ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান ‘অ্যালেক্সি পুশকভ’ বলেছেন: “বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার মাধ্যমে সৌদি আরব শিয়া মুসলমানদের বিরুদ্ধে একটি জোট গঠন করার চেষ্টা করছে।

বার্তা সংস্থা ইকনা: সন্ত্রাসী অপরাধের অভিযোগে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত শনিবার (২য় ডিসেম্বর) সেদেশের জনপ্রিয় ও বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ শেখ নিমর সহ অপর ৪৬ জন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

রাশিয়ার দুমার ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান অ্যালেক্সি পুশকভনিজের টুইটার পেজে লিখেছেন: সাম্প্রদায়িক নীতির আলোকেই শেখ নিমরের মৃত্যুদণ্ডের এ পদক্ষেপ নেয়া হয়েছে যা অনৈসলামিক ও মানবতাবিরোধী। সম্প্রতি সৌদি আরব যে সকল মৃত্যুদণ্ড কার্যকর করছে তা থেকে বোঝা যায় যে, সৌদি আরব সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল তথা দায়েশ বিরোধী জোট নির্মাণ না করে শিয়া মুসলমানদের বিরুদ্ধে একটি জোট গঠন করার চেষ্টা করছে।

২০১৫ সালের শেষের দিকে সৌদি আরব সন্ত্রাসবাদের প্রতিরোধ করার জন্য ৩৪টি ইসলামি দেশের সমন্বয়ে একটি জোট গঠন করেছে।

বলাবাহুল্য, শনিবার সৌদি সরকার রাষ্ট্রদ্রোহিতার ভিত্তিহীন অভিযোগে শেখ নিমরকে অত্যন্ত বর্বরভাবে মৃত্যুদণ্ড দেয়। এর বিরুদ্ধে যখন সারা বিশ্বে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে তখন এসব কথা বললেন রাশিয়ার এ সিনিয়র সংসদ সদস্য।

http://iqna.ir/fa/news/3464639


captcha