IQNA

বাগদাদের ব্যবসায়িক কেন্দ্র হামলার দায় স্বীকার করল দায়েশ

11:13 - January 12, 2016
সংবাদ: 2600085
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের একটি ব্যবসায়িক কেন্দ্র হামলার দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএস তথা দায়েশ।

বার্তা সংস্থা ইকনা: গতকাল (১১ই জানুয়ারি) এ হামলায় কমপক্ষে ১৮ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে।

হামলাকারীরা ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রবেশের পূর্বে শপিং মলের প্রবেশদ্বারে বোমা রক্ষিত একটি গাড়ি রাখে। ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রবেশের করে কিছু ব্যক্তিকে জিম্মি করে।

এমতাবস্থায়, ইরাকের সামরিক বাহিনী প্রয় ৯০ মিনিট সন্ত্রাসীদের সাথে যুদ্ধ করে পরিস্থিতি শান্ত করে। এসময় ইরাকের সামরিক বাহিনীর গুলিতে দুই হামলাকারী নিহত হয় এবং অপর চার জন গ্রেফতার হয়।

এ ঘটনার পর ইরাকের এক পুলিশ কর্মকর্তা জানান: "নিরাপত্তা বাহিনী এ ব্যবসায়িক কেন্দ্র নিয়ন্ত্রণে এনেছে এবং বন্দীদের মুক্তি করেছে

প্রতিবেদন অনুযায়ী, সন্ত্রাসীদের সাথে এ যুদ্ধে কমপক্ষে ৪ জন পুলিশ নিহত হয়।

http://www.iqna.ir/fa/news/3466755/


captcha