IQNA

দুবাই অ্যাওয়ার্ড আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু

15:45 - June 13, 2016
সংবাদ: 2600984
আন্তর্জাতিক ডেস্ক: আজ (১৩ই জুন) দুবাই অ্যাওয়ার্ড ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দুবাই অ্যাওয়ার্ড আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু

বার্তা সংস্থা ইকনা: দুবাই অ্যাওয়ার্ড ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা পবিত্র রমজান মাসের ৭ থেকে টানা ১৮ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। হেফজ বিভাগে উক্ত প্রতিযোগিতা কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে উক্ত প্রতিযোগিতার বিচারকমণ্ডলীদের সাথে দুবাইয়ের প্রশাসক বিভাগের সাংস্কৃতিক ও মানবিক বিষয়ক উপদেষ্টা এবং দুবাই অ্যাওয়ার্ড আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান 'ইব্রাহীম মোহাম্মাদ বুমালহার সাথে এক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার ইউনিটের প্রধান "মোহাম্মাদ আব্দুর রহিম সুলতান আল ওলামা" এই বৈঠকে আরবিট্রেশন প্রবিধান ও এই প্রতিযোগিতার কিছু নীতিমালা ব্যক্ত করেন।

এই বৈঠকে বিচারক কমিটির প্রধান হিসেবে সিরিয়ার "শেখ আইমান রুশদি সুইডেন" এবং সহকারী প্রধান হিসেবে সৌদি আরবের "আদেল ইবনে ইব্রাহীম মোহাম্মাদ রাফায়ী"কে নির্ধারণ করা হয়েছে।

এরপূর্বে দুবাই অ্যাওয়ার্ড শিরোনামে ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৯১টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করবে বলে জানিয়েছে।

উক্ত কুরআন প্রতিযোগিতায় বিচারকার্য পরিচালনা করার জন্য সৌদি আরবের "আদেল ইবনে ইব্রাহীম মোহাম্মাদ রাফায়ী", আমিরাতের "শেখ আলী হাসান আব্দুল্লাহ অলে আলী", মিশরের "শেখ আইমান আহমেদ মোহাম্মদ সাঈদ", কুয়েতের "শেখ আব্দুল আজিজ ফজল মাতার ফাহদ আল আনজী", সিরিয়ার "শেখ আইমান রুশদি সুইডেন", সুদানের "শেখ আলী মোহাম্মদ আল-জেইন মুবারুক" উপস্থিত রয়েছেন।

উক্ত কুরআন প্রতিযোগিতায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের 'মুজতাবা আলী রেজালু' অংশগ্রহণ করবেন।

Iqna


captcha