IQNA

পরিবার থেকেই হিজাব ও শালীনতার শিক্ষা গ্রহণ করা উচিত

22:55 - July 12, 2016
সংবাদ: 2601184
ইরানের মাশহাদ নগরীর প্রধান জুমার খতিব হযরত আয়াতুল্লাহ সাইয়েদ আলামুল হুদা বলেছেন যে, হিজাব ও শালীনতা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষার অন্তর্ভুক্ত; তাই প্রত্যেক মুসলিম পরিবারের উচিত সন্তানদেরকে হিজাবের প্রতি মনোযোগী করা।

হযরত আয়াতুল্লাহ সাইয়েদ আলামুল হুদা আজ মঙ্গলবার ইরানের মাশহাদ নগরীতে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: ইরানের তাগুত শাসক রেজা শাহ দেশ থেকে ইসলামী সংস্কৃতির মুছে ফেলার চক্রান্ত করেছিল। কিন্তু ইমাম খোমেনী মহান আল্লাহর উপর অবিচল আস্থা রেখে উক্ত তাগুত সরকারের পতন ঘটিয়ে ইরানের বুকে ইসলামী শাসন কায়েম করেছেন। নি:সন্দেহে ইসলামী প্রজাতন্ত্র ইরানি জাতির জন্য বর্তমান শতাব্দীর সবচেয়ে বড় নেয়ামত।

তিনি বলেন: মুসলিম সমাজে হিজাব ও শালীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়; কিন্তু দু:খজনক হলেও সত্য যে, পশ্চিমা অপসংস্কৃতির প্রভাবে আজ আমাদের যুবসমাজ হাবুডুবু খাচ্ছে। হিজাব ও শালীনতার মত অতীব গুরুত্বপূর্ণ বিষয়াবলী আজ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে।

এ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আরও বলেন: প্রত্যেক মুসলিম পরিবারের পিতামাতার ঈমানি দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে শিশুকাল থেকে হিজাব ও শালীনতার গুরুত্বের প্রতি মনোযোগী করা; যাতে করে তারা যখন যুব বয়সে পদার্পণ করবে, তখন বেপর্দা ও অশালীন জীবনের দিকে ঝুঁকে না পড়ে।  -শাবিস্তান
captcha