IQNA

আমেরিকায় পবিত্র কুরআনের প্রাচীন পাণ্ডুলিপির প্রদর্শনী + ছবি

23:06 - October 22, 2016
সংবাদ: 2601815
আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটন জাদুঘরে পবিত্র কুরআনের প্রাচীন ও বিরল পাণ্ডুলিপির প্রদর্শন ২০ অক্টোবর শুরু হয়েছে।
আমেরিকায় পবিত্র কুরআনের প্রাচীন পাণ্ডুলিপির প্রদর্শনী + ছবি
বার্তা সংস্থা ইকনা: এই প্রদর্শনীতে সপ্তম শতাব্দীর পবিত্র কুরআনের ৬০ টিরও বেশী কুরআন ও কুরআনের লেখা প্রদর্শন করা হবে। এবং তা ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলতে থাকবে।

মুসলিম বিশ্বের কিছু ধনী এবং প্রভাবশালী শাসকদের দ্বারা এই পবিত্র বইগুলো কপি করা হয়েছে। তাদের অধিকাংশই ৬৩টি ভলিউমের ৪৭টি ভলিউমই - "তুরস্ক ও ইসলাম" ইস্তাম্বুলে একটি জাদুঘরের, "মাধ্যমে ক্রমান্বয়ে ওয়াশিংটনের সেকলের গ্যালারিতে দেয়া হয়েছে। আর বাদবাকি কুরআনসমূহ স্মিথসোনিয়ান সংগ্রহের অংশ।

প্রদর্শনী ডেপুটি কিউরেটর "সাইমন রেটিং" এক সংবাদ সম্মেলনে এএফপিকে বলেন, প্রদর্শনী আলতো করে কুরআনের দাওয়াতকে স্পর্শ করা যেতে পারে। এই মিউজিয়ামটি একটি আর্ট মিউজিয়ামের চেয়েও বেশি।

প্রদর্শনী সিনিয়র কিউরেটর মাসূমা ফরহাদ বলেন, আমরা পাণ্ডুলিপি বিভিন্ন চিত্র প্রদর্শন করতে চেয়েছি।

তিনি উল্লেখ করেন যে, এখানে যে সকল কোরআন প্রদর্শন করা হয়েছে তার সবই মুসলিম বিশ্ব যেমন: ইরাক আফগানিস্তান ও তুরস্ক থেকে সংগ্রহ করা হয়েছে।

"রিচার্ড কোরিনে" বিশেষজ্ঞ স্মিথসোনিয়ান - যে আমেরিকার রাজধানীর অধিকাংশ জাদুঘর পরিচালনা করে- বলেন, হাজার হাজার মানুষ মেলায় আসবে এবং ইসলামী বিশ্ব, ইসলামী শিল্প ও সংস্কৃতি জানতে পারবেন।

iqna


captcha