IQNA

আমিরাতে পবিত্র কুরআনের এক কোটি পাণ্ডুলিপি প্রিন্টের সাক্ষর

20:11 - May 17, 2017
সংবাদ: 2603103
বার্তা সংস্থা ইকনা: পবিত্র কুরআনের এক কোটি পাণ্ডুলিপি প্রিন্টের ব্যাপারে সংযুক্ত আরব আমিরাতের ধর্ম ও রাবওয়াহ সংস্থার সাথে সাক্ষর গতকাল (১৬ই মে) সেদেশের 'মুহাম্মাদ বিন রাশিদ' নামক কুরআন প্রিন্ট সেন্টারের চুক্তিপত্রে সাক্ষর হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: সংযুক্ত আরব আমিরাতের ধর্ম ও রাবওয়াহ সংস্থার প্রধান মুহাম্মাদ মাতার আল কায়বী সাথে সংযুক্ত আরব আমিরাতের ধর্ম ও রাবওয়াহ সংস্থার প্রিন্ট ও বিতরণ বিভাগের নির্বাহী পরিচালক এবং কুরআন প্রিন্ট সেন্টার 'মুহাম্মাদ বিন রাশিদ'-এর প্রতিনিধি ফয়সাল সালেম বিন হায়দার মধ্যে এই চুক্তিপত্রে সাক্ষর হয়।
কথা রয়েছে পবিত্র কুরআনের এসকল পাণ্ডুলিপি সকল বয়সের উপযোগী ও বিভিন্ন সাইজে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে উন্নতমানের কাগজে প্রিন্ট করা হবে। এসকল পাণ্ডুলিপি প্রিন্ট হলে আমিরাত সহকারে বিশ্বরে বিভিন্ন দেশে সেগুলো বিতরণ করা হবে।
এ ব্যাপারে সংযুক্ত আরব আমিরাতের ধর্ম ও রাবওয়াহ সংস্থার প্রধান মুহাম্মাদ মাতার আল কায়বী বলেন: যে সকল বঞ্চিত ব্যক্তিবর্গ আমাদের সাথে যোগাযোগ করতে পরে না তাদের জন্য আমরা এসকল কুরআন প্রেরণ করব।
iqna



captcha