IQNA

কিয়ামতের দিন কারা আমিরুল মু’মিনিন হযরত আলীর সাথে থাকবে?

11:56 - June 23, 2017
1
সংবাদ: 2603319
আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) একটি হাদিসে কিয়ামতের দিন যারা তার সাথে থাকবে তাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন, যেনে রাখ যারা আল্লাহর হুজ্জাত ইমাম মাহদির অন্তর্ধানের সময়ে দ্বীনের প্রতি অটল থাকবে এবং তার অন্তর্ধান দীর্ঘ হওয়ার কারণে তার প্রতি বিশ্বাস হারাবে না। তারা কিয়ামতের দিন আমার সাথে থাকবে।

«ألا فَمَن ثَبَتَ مِنهُم عَلَی دینِهِ وَ لَم یَقسُ قَلبُهُ لِطولِ أمَدِ غَیبَةِ إمامِهِ فَهو مَعی فی دَرَجَتی یَومَ القیامَة»

সূত্র: বিহারুল আনওয়ার, ৫১তম খণ্ড, পৃ: ১০৯।

ইমাম মাহদীর প্রতি বিশ্বাসে অটল থাকার গুরুত্ব এত বেশী যে আমিরুল মু’মিনিন তাদেরকে নিজের সাথে রাখার প্রতিশ্রুতি দান করেছেন।

সুতরাং ইমাম মাহদীর অনুসারী হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে সর্বাবস্থায় ইমাম মাহদীর প্রতি এবং ইসলাম ধর্মের প্রতি বিশ্বাসে অটল থাকা এবং ইমাম মাহদীর আবির্ভাবের প্রেক্ষাপট রচনা করার জন্য প্রাণপণ চেষ্টা করা। শাবিস্তান
প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
আবুজাফর মোঃ ছালেহ
0
0
ছিলাম, আছি এবং থাকবো............... যতই হোক দেরী....!!!!!!!!!!
captcha