IQNA

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র:

সৌদি জোটের প্রত্যেকটি হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে

20:10 - October 08, 2019
সংবাদ: 2609395
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন: যুদ্ধবিরতি পরিকল্পনার পর থেকে সৌদি জোট ইয়েমেনে ৩০০ বার হামলা চালিয়েছে। আমরা এসকল হামলার জবাব দেবো।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি আজ (১০ম অক্টোবর) বলেছেন: যুদ্ধবিরতি পরিকল্পনার পর থেকে সৌদি জোট ইয়েমেনের বিভিন্ন অবস্থানে ৩০০ বারের বেশি আক্রমণ চালিয়েছে। আমরা এসকল হামলার জবাব দেবো।
তিনি বলেন: এসকল হামলার মধ্যে অনেক হামলায় ইয়েমেনের সাধারণ জনগণ নিহত ও আহত হয়েছেন।
ইয়াহিয়া সারি গুরুত্বারোপ করে বলেছেন: সৌদি জোটের ক্রমাগত বিমান হামলায় প্রমাণিত হয় যে তাদের সন্ধির কোন বাস্তব উদ্দেশ্য নেই।
তিনি আরও বলেন: আমাদের সশস্ত্র বাহিনী যে কোনও স্তরে শত্রুদের সমস্ত আক্রমণের প্রতিক্রিয়া জানাবে এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী শত্রুদের যে কোন যুদ্ধ বিমান আকাশে দেখলে হামলা চালাবে।
ইয়েমেনের সুপ্রিম পলিটিকাল কাউন্সিলের প্রধান “মাহদী আল-মাশাত” কয়েক দিন পূর্বে ঘোষণা করেছেন, ইয়েমেন শর্তসাপেক্ষে সৌদিতে হামলা বন্ধ করবে। তিনি আশা প্রকাশ করেছেন যে, সৌদি আরব এই পরিকল্পনায় ইতিবাচক প্রতিক্রিয়া জানাবে।
উল্লেখ্য যে, ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সম্প্রতি সৌদি আরবের বিরুদ্ধে 'নাসরুম মিনাল্লাহি' অর্থাৎ 'আল্লাহর পক্ষ থেকে সাহায্য' নামে অভিযান চালানোর খবর দিয়েছেন।

ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক আগ্রাসন শুরুর ৫৫তম মাসে এ হামলা চালানো হয়েছে। নানা কারণে ইয়েমেনিদের এ অভিযানের ব্যাপক গুরুত্ব রয়েছে। ইয়েমেনের সেনা ও স্বেচ্ছাসেবী গণবাহিনী বিমান প্রতিরক্ষা বাহিনীর সহায়তায় ওই হামলা চালায়। একদিকে, বিমান প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতায় এটি ছিল স্থল অভিযান। সৌদি আরব সাধারণত স্থল যুদ্ধে খুব একটা আগ্রহী হয় না কারণ স্থল যুদ্ধে অংশ নেয়ার মতো পর্যাপ্ত সেনা তাদের নেই। অন্যদিকে, ইয়েমেনের বিভিন্ন বাহিনীর সমন্বিত অভিযান সৌদি আরবকে হতবাক ও বিস্মিত করেছে। iqna

 

captcha