IQNA

কিছু মিডিয়ায় সাদ হারিরির সম্ভাব্য পদত্যাগ সম্পর্কে জল্পনা

0:18 - October 30, 2019
সংবাদ: 2609534
আন্তর্জাতিক ডেস্ক: আল-মিয়াদাইন নিউজ সাইটসহ কিছু সংবাদমাধ্যম লেবাননে বিক্ষোভের ১৩ দিন পরে সেদেশের প্রধানমন্ত্রী সাদ হারিরি সম্ভবত পদত্যাগ করেছেন বলে জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সাদ হরিরির ঘনিষ্ঠ একটি সূত্র লেবাননের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, লেবাননের প্রধানমন্ত্রী শীঘ্রই পদত্যাগ করবেন।
লেবাননের এক সরকারী সূত্রের বরাত রয়টার্স বার্তা সংস্থা জানিয়েছে, সাদ হারিরি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং সোম অথবা মঙ্গলবারের মধ্যে তিনি তার পদত্যাগ করার বিষয়টি ঘোষণা করবেন।
অবশ্য কিছু সূত্র হরিরির পদত্যাগের সম্ভাবনা জানিয়েছে। একসকল মিডিয়া উল্লেখ করেছে, লেবাননে দুর্নীতি ও জীবিকা এবং অর্থনৈতিক চাপের কারণে সেদেশের জনগণ ১৩ দিন যাবত বিক্ষোভ করছে। সাইডা ও ত্রিপলি শহরে বিক্ষোভ অধিক পরিলক্ষিত হয়েছে। বিক্ষোভকারীরা মন্ত্রী ও সংসদ প্রতিনিধিদের বাসভবন এবং সরকারী অফিসগুলো অবরুদ্ধ করে রেখেছে।
লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান রিয়াদ সালামেহ সিএনএনকে বলেছেন, ভবিষ্যতেও দেশের অর্থনীতি ভালো হবে না। এই বিক্ষোভ লেবাননকে অনেক ক্ষতির সম্মুখে পরতে হবে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করবে।  iqna


captcha