IQNA

কোটাকিনাবলু মসজিদ, মালয়েশিয়ার ইসলামিক স্থাপত্যের সেরা শিল্পকর্ম

20:23 - September 07, 2020
সংবাদ: 2611438
তেহরান (ইকনা): মালয়েশিয়ার সাবাহ প্রদেশের কোটাকিনাবলু ভাসমান মসজিদটি দেশের অন্যতম সুন্দর এবং বিখ্যাত মসজিদ। এই মসজিদটির নির্মাণ কাজ ১৯৮৯ সালে শুরু হয় এবং ২০০০ সালে এর উদ্বোধন হয়। মসজিদের স্থাপত্যের কাঠামোটি মদিনার নববী মসজিদের নকশা থেকে উদ্ভূত হয়েছে। মালয়েশিয়ার অন্যতম সুন্দর এই মসজিদে এক সাথে ১২ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে।
captcha