IQNA

মিসরের প্রেসিডেন্ট সিসিকে আলেমদের কোরআন উপহার

20:29 - October 22, 2021
সংবাদ: 3470855
তেহরান (ইকনা): মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ সিসিকে পবিত্র কোরআনের বিরল কপি উপহার দিয়েছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান ইমাম ড. আহমদ তাইয়িব।
মহানবী (সা.)-এর জন্মদিন উপলক্ষে মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ সিসিকে পবিত্র কোরআনের বিরল কপি উপহার দিয়েছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান ইমাম ড. আহমদ তাইয়িব। গত সোমবার (১৬ অক্টোবর) মিসরের রাজধানী কায়রোতে আল মানার ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে তাঁর হাতে এই উপহার তুলে দেওয়া হয়। সম্মেলনে মন্ত্রিপরিষদের প্রধান ড. মোস্তফা মাদবুলিসহ সরকারের উচ্চপদস্থ রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে মিসরের প্রেসিডেন্ট সিসি বলেন, ‘ধর্মের সঠিক উপলব্ধি ও সচেতনা তৈরির প্রতি আমরা অগ্রাধিকার ভিত্তিতে সর্বদা গুরুত্বারোপ করে আসছি। ধর্মীয় সচেতনা তৈরিতে মিসর সরকার কাজ করে যাচ্ছে।’ এদিকে আহমদ তাইয়িব বলেন, ‘মহানবী (সা.)-এর জন্মদিন উদযাপন মানব সভ্যতার অগ্রগতিতে বিশেষ ভূমিকা পালন করে। পুরো বিশ্ব ও মুসলিম সমাজকে পথভ্রষ্টতা থেকে রক্ষা করতে আমাদের মহানবী (সা.)-এর নির্দেশিত পথে ফিরে আসতে হবে।’
 
দীর্ঘ ২০ বছর ব্যয় করে পবিত্র কোরআনের কপিটি ইলখানিক শাসন (১২৫৬-১৩৫৫ খ্রি.) ও মামলুক শাসনের (১২৫০-১৫১৭ খ্রি.) যুগে প্রস্তুত করা হয়। বৈচিত্র্যপূর্ণ সাজসজ্জা ও নান্দনিক কারুকার্যখচিত স্বর্ণের প্রলেপ দিয়ে কোরআনের কপিটি তৈরি হয়। পবিত্র কোরআনে ব্যবহৃত স্বর্ণের প্রলেপ ও বর্ণিল রং দীর্ঘকাল সুরক্ষা দিতে উত্কৃষ্টমানের কাগজে তা মুদ্রিত হয়। মালিক আল ফুয়াদ লিপিতে তা টাইপ করা হয়। পরবর্তী সময়ে ক্যালিগ্রাফার মুহাম্মদ জাফর বেগের তৈরি লিপিকলার ভিত্তিতে পুনরায় তা কম্পিউটারে টাইপ করা হয়। মুসলিম বিশ্বের উন্নতমানের মুদ্রণপ্রতিষ্ঠান আল আমিরি প্রেসের প্রধান লিপিকার ছিলেন তিনি।
র্সূত্র : আনাদোলু এজেন্সি
captcha