IQNA

ইয়েমেনে যুদ্ধবিরতির ঘোষণা সৌদি জোটের

20:25 - March 30, 2022
সংবাদ: 3471638
তেহরান (ইকনা): ইয়েমেনে হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন আগ্রাসী জোট। আজ (বুধবার) থেকেই ইয়েমেনের অভ্যন্তরে সামরিক অভিযান বন্ধ রাখা হবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।
আসন্ন রমজান মাসেও এই যুদ্ধবিরতি বহাল থাকবে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে। এর আগে গত শনিবার রাতে তিন দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করে ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ।
 
এই পরিষদের প্রধান মেহদি আল মাশাত যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে বলেছিলেন, সৌদি আরব যদি হামলা বন্ধের পাশাপাশি ইয়েমেন ভূখণ্ড থেকে সব সেনা প্রত্যাহার করে এবং অবরোধ তুলে নেয় তাহলে সাময়িক এই যুদ্ধবিরতি স্থায়ী রূপ নিতে পারে। 
 
এদিকে, সৌদি আরব হামলা বন্ধের ঘোষণা দেওয়ার পর ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের প্রভাবশালী ব্যক্তিত্ব মুহাম্মাদ বুখাইতি বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে অবরোধ প্রত্যাহার না করে কেবল হামলা বন্ধের ঘোষণা অর্থহীন। সামরিক অভিযান বন্ধই যথেষ্ট নয়।
 
হুথি আনসারুল্লাহ আন্দোলনের এই নেতা আরও বলেন, অবরোধও একটি সামরিক পদক্ষেপ। কারণ অস্ত্রের জোরে তা বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, সৌদি নেতৃত্বাধীন অবরোধ ইয়েমেনিদের জন্য যুদ্ধের চেয়েও বেশি কঠিন। কাজেই অবরোধ থাকা মানেই সামরিক হামলা অব্যাহত থাকা। ইয়েমেনিরা এই অবরোধ ভাঙতে চেষ্টা অব্যাহত রাখবে।
 
২০১৫ সাল থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। iqna
captcha