
আলজেরিয়ার সরকারি বার্তা সংস্থার বরাতে জানা যায়, বৃহস্পতিবার ওআইসি এক বিবৃতিতে জানায়— সেলফিটের উত্তরাঞ্চলে অবস্থিত একটি মসজিদে উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের পরিকল্পিত সন্ত্রাসী অগ্নিসংযোগ মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে পরিষ্কারভাবে উস্কে দেওয়া এবং উপাসনালয়ের প্রতি গুরুতর অবমাননা। সংস্থাটি এই ঘটনাকে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা কনভেনশনগুলোর স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে।
ওআইসি আরও সতর্ক করে জানায়, দখলদার ইসরায়েলি বাহিনীর প্রত্যক্ষ সমর্থন ও সুরক্ষায় পশ্চিম তীরজুড়ে উগ্র বসতি স্থাপনকারীদের হামলা ও অপরাধমূলক কার্যক্রম বিপজ্জনক ও পরিকল্পিতভাবে বৃদ্ধি পাচ্ছে। সংস্থার মতে, এসব হামলা ইচ্ছাকৃতভাবে প্রণীত উস্কানি, উগ্রবাদ, বর্ণবাদ এবং ফিলিস্তিনিদের জাতিগত নির্মূলের নীতি থেকে উদ্ভূত।
সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়—
অপরাধীদের বিচারের আওতায় আনা, দখলদার বাহিনীর দণ্ডমুক্তির অবসান, এবং ধর্ম ও পবিত্র স্থানের প্রতি অবমাননাকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া জরুরি।
প্রতিবেদনে আরও বলা হয়, উগ্র বাসিন্দারা পশ্চিম তীরের সেলফিট অঞ্চলের মসজিদ আল-হুজ্জা হামিদাতে আগুন লাগিয়ে দেয় এবং মুসলিম ও আরবদের বিরুদ্ধে বর্ণবাদী ও ঘৃণাসূচক স্লোগান লিখে রাখে।
এদিকে ফিলিস্তিনের ওয়াকফ ও ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয় এ বর্বর হামলার নিন্দা জানিয়ে বলেছে, এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে, পবিত্র ইসলামিক ও খ্রিস্টান উপাসনালয়ের বিরুদ্ধে ইসরায়েলি বর্ণবাদী উস্কানির যন্ত্র ভয়াবহ মাত্রায় বর্বরতা চালিয়ে যাচ্ছে।
মন্ত্রণালয় আরও উল্লেখ করে, এই হামলা মুসলমানদের এবং তাদের ধর্মীয় অনুভূতির ওপর প্রত্যক্ষ আঘাত। 4317553#