
: জার্মানির নুরেমবার্গ শহরের বাসিন্দারা সম্প্রতি শত শত ভেড়ার জন্য রাস্তা ফাঁকা করে দিতে হয়েছিলেন। কারণ ভেড়াগুলো শীতকালীন চারণভূমির পথে শহরের কেন্দ্র দিয়ে অতিক্রম করছিল। এছাড়াও গত সপ্তাহে জার্মান গণমাধ্যমগুলো সামরিক, জ্বালানি ও সামাজিক ক্ষেত্রের বিভিন্ন সংবাদ প্রকাশ করেছে। সেগুলো থেকে আলোচিত কয়েকটি সংবাদ তুলে ধরা হলো:
নুরেমবার্গের রাস্তায় ভেড়ার শোভাযাত্রা
সংবাদভিত্তিক ওয়েবসাইট 'দ্য লোকাল' সোমবারের এক প্রতিবেদনে লিখেছে, রাখালদের জন্য গ্রীষ্মকালীন ও শীতকালীন চারণভূমির মধ্যে ভেড়া স্থানান্তর একটি দেখার মতো ঘটনা। তবে নুরেমবার্গে এই যাত্রাপথ শহরের কেন্দ্রীয় বাজার চত্বরের ঠিক মাঝখানে।
পার্সটুডে'র তথ্যসূত্রে বলা হয়েছে, প্রায় ৬০০ ভেড়া শীতের আগে নুরেমবার্গ শহরের পশ্চিমাঞ্চলের চারণভূমিতে নিয়ে যাওয়া হয়। স্থানীয় ঐতিহ্যের এই শোভাযাত্রাকে নগর কর্তৃপক্ষ বিশেষভাবে প্রচার করে, কারণ এটি পশুপালন ঐতিহ্য ও পরিবেশ সুরক্ষায় ভেড়ার ভূমিকা তুলে ধরে। জার্মানির বিভিন্ন শহরে এখনও ভেড়াকে জীবন্ত ঘাসকাটার যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়। বার্লিন, পটসডাম, আউগসবুর্গ, উল্মসহ আরও অনেক শহরের খোলা এলাকায় তারা চরে বেড়ায়। ভেড়াগুলো শহর অতিক্রম করার সময় সাধারণ মানুষ ও আলোকচিত্রীদের ভিড় ছিল রাস্তাজুড়ে, সবার লক্ষ্য এই জনপ্রিয় বার্ষিক দৃশ্য প্রত্যক্ষ করা।
ইসরায়েলকে জার্মানদের সবুজ সংকেত: অস্ত্র বিক্রি পুনরায় শুরু
সামরিক ক্ষেত্রে বড় খবর হলো—গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর জার্মানি ইসরায়েলের জন্য অস্ত্র রপ্তানির ওপর থাকা আংশিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই নিষেধাজ্ঞা আগস্টে চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎসের নির্দেশে জারি করা হয়েছিল।
ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহ থেকেই রপ্তানি সীমাবদ্ধতা পুরোপুরি প্রত্যাহার করা হবে। ইসরায়েল সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছে। আগস্ট মাসে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস ইসরায়েলে কিছু অস্ত্র রপ্তানি সাময়িকভাবে স্থগিত করেছিলেন।
জার্মানির চোখ এখনও রুশ জ্বালানির দিকে
জ্বালানি খাতে আবারও আলোচনায় এসেছে রাশিয়ার গ্যাস। জ্বালানি খাতে 'ডের স্পাইগেল' রবিবার লিখেছে, সাক্সনি প্রদেশের প্রধানমন্ত্রী মাইকেল ক্রেটশমার বলেছেন, ইউক্রেন যুদ্ধ শেষে জার্মানির আবারও রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্যে ফিরতে হবে। তার মতে, ইউরোপকে সাশ্রয়ী দামের জ্বালানি নিশ্চিত করতে রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্য সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, “ইউরোপের সাশ্রয়ী দামের জ্বালানি দরকার। দীর্ঘমেয়াদে রাশিয়াকে ইউরোপের বাণিজ্যিক অংশীদার হতে হবে।”
এই খ্রিস্টিয়ান ডেমোক্র্যাট নেতা অতীতেও রুশ জ্বালানি আমদানির পক্ষে অবস্থান নিয়েছেন।
জার্মান যুদ্ধজাহাজে অনাহূত অতিথি
বিল্ড পত্রিকার প্রতিবেদনে বলা হয়, জার্মান নৌবাহিনীর “বার্লিন” নামের যুদ্ধজাহাজটি ২৪০ জন নাবিক নিয়ে দেশে ফেরার পথে আকস্মিকভাবে বারমুডায় থামতে বাধ্য হয়। জাহাজে সংক্রামক একটি রোগ ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নিতে হয়।
জার্মান নৌবাহিনী কার্যগত কারণে ঠিক কোন রোগ এবং কতজন আক্রান্ত—তা প্রকাশ করেনি। তবে ধারণা করা হচ্ছে, জাহাজে চিকেনপক্স ও ফ্লু ছড়িয়ে পড়েছিল।
জাহাজটি ক্রিসমাসের আগেই জার্মানিতে ফিরে আসার কথা ছিল; কিন্তু এখন সবকিছুই এই সংক্রমণের গতিপ্রকৃতির ওপর নির্ভর করছে।
মিউনিখে বাড়িভাড়া—এক মহাবিপদ
সামাজিক খবরে 'জ্যুডডয়চে সাইটুং' সোমবার লিখেছে, মিউনিখে বর্তমানে বাড়িভাড়া এতটাই দ্রুত বাড়ছে যে, নতুন ও পুরোনো ভাড়ার চুক্তির পার্থক্য বিস্ময়করভাবে বাড়ছে। যারা কোনোভাবে ফ্ল্যাট পায় তারা সেটাই আঁকড়ে ধরে থাকে, কারণ নতুন বাসা খুঁজতে গেলে ভাড়া কয়েকগুণ বেশি পড়ার ঝুঁকি রয়েছে।
সম্পর্ক, পরিচিতি ও ভাগ্যের ওপর নির্ভর করেই এখন মধ্যবিত্তদের বাসা খুঁজতে হচ্ছে। স্থানীয় গণমাধ্যম বলছে—মিউনিখে সামাজিক ও ভৌগোলিক গতিশীলতা কার্যত স্থবির হয়ে পড়েছে।# পার্সটুডে