
ইকনার প্রতিবেদন অনুযায়ী, সর্বোচ্চ নেতা কার্যালয়ের ওয়েবসাইট সূত্রে জানা যায়—শুক্রবার, ৩০ আাবান রাতে হাজারো মানুষের উপস্থিতিতে হোসাইনিয়া ইমাম খোমেইনি (রহ.)–তে এই শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনেয়ি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হুজ্জতুল ইসলাম ওয়াল মুসলিমিন রহিম শারাফি কোরআনের আয়াত উদ্ধৃত করে ইসলামী সমাজে শত্রুর নানামুখী পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “বিভেদ সৃষ্টি”, “অনুপ্রবেশ”, “সন্দেহ ও বিভ্রান্তি তৈরি” এবং “অর্থনৈতিক নিষেধাজ্ঞা”—এগুলোই হচ্ছে সেই উপায়, যেগুলোর মাধ্যমে ধর্মবিরোধীরা বরাবরই ইসলামী সমাজের ধৈর্য, ঐক্য ও প্রতিরোধকে দুর্বল করতে চেয়েছে। তাই এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকা প্রয়োজন।
এ ছাড়া অনুষ্ঠানে সাঈদ হাদাদিয়ান হযরত ফাতিমা (সা.)–এর শোকগাথা ও মারসিয়া পাঠ করেন। 4318400#