কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: থাইল্যান্ডে হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র ওফাত এবং ইমাম হাসান মুজতাবা (আ.) ও ইমাম রেজা (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৩০শে ডিসেম্বরে আহলে বায়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে বিশেষ শোক মজলিস অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শোক মজলিস স্থানীয় সময় রাত্র ২০:৩০ ঘটিকায় ইসলামী প্রজাতন্ত্র ইরানী কালচারাল সেন্টারের ‘বেলায়েত’ নামক হোসাইনিয়াতে অনুষ্ঠিত হয়েছে।
1348610