IQNA

আয়াতুল্লাহ মুহসেন আরাকী’র উপস্থিতিতে;

লন্ডনে ঈদে মীলাদুন্নাবী উপলক্ষে আনন্দ মাহফিল

8:50 - January 05, 2014
সংবাদ: 1350618
আন্তর্জাতিক বিভাগ : হযরত মুহাম্মাদ মুস্তাফা (স.) এর পবিত্র মীলাদ উপলক্ষে বিশেষ মাহফিল ‘রহমতের নবী, মানবতার জন্য ইসলাম ধর্মের বার্তাবাহক’ শিরোনামে আগামী ১২ই জানুয়ারী ‘ইসলামি মাযহাবসমূহ একত্রীকরণ সংস্থার’ প্রধানের উপস্থিতিতে ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইসলামিক সেন্টার অভ ইংল্যান্ডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : এ বিরাট আনন্দ মাহফিল ও আলোচনা সভা মহানবী (স.) এর পবিত্র জন্মবার্ষিকী এবং ঐক্য সপ্তাহ উপলক্ষে ‘ইশকে মুহাম্মাদ (স.) ক্যাম্পেইনে’র উদ্যোগে অনুষ্ঠিত হবে।
স্থানীয় সময় বিকেল ৫টায় পবিত্র কুরআনের প্রখ্যাত ক্বারীদের তেলাওয়াতের মাধ্যমে শুরু এবং মুসলিম ব্যক্তিত্বদের বক্তব্য ও ইসলামি সংগীত পরিবেশনসহ অন্যান্য কর্মসূচীর মধ্য দিয়ে অব্যাহত থাকবে এ মাহফিল। আয়াতুল্লাহ মুহসেন আরাকি এ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
এছাড়া বিশিষ্ট লেখক ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজের শিক্ষক ‘তারেক রামাজান’ ‘উগ্রতাবাদ ও ঐক্যের প্রয়োজনীয়নতা’র উপর, ব্রিটেনের ওয়ার্কার্স পার্টির সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ ‘কেন’ এবং ‘লর্ড আহমাদ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বক্তব্য রাখবেন।

হেজাব ও ইসলামি শিল্প বিষয়ক প্রদর্শনীও থাকছে এ অনুষ্ঠানের পাশে।

1350169

captcha