‘ওহদাতুল হুররিয়া’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: গণমত জরিপ অনুযায়ী ইরাকে ২০১৩ সালে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সায়্যেদ আম্মার হাকিম মনোনীত হয়েছেন।
এ জরিপের তালিকায় ইরাকের শীর্ষ ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী নুরী মালিকি, ইরাকের পার্লামেন্ট স্পীকার উসামা নাজাফি, আইয়াদ আলাভী, জালাল তালেবানি, ইব্রাহীম জাফারী, আহমাদুল চালাবি, আল সদর পার্টির প্রধান মোকতাদা সাদর, কুর্দি নেতা মাসউদ বাজারগানি প্রমুখ ব্যক্তিত্ব।
রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়েদ আম্মার হাকিম। তিনি ৩৪ শতাংশ ভোট পেয়েছেন। তার পরে রয়েছেন যথাক্রমে মোকতাদা সাদর ৩৩ শতাংশ এবং কুর্দি নেতা মাসউদ বাজারগানি ৩২ শতাংশ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, উক্ত জরিপে ইরাকি প্রধানমন্ত্রী ৮ শতাংশ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে।
1349337