
Senislam.fr এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : ইউরোপের ডানপন্থী উগ্রতাবাদী দল সামাজিক যোগাযোগের ওয়েব সাইট ফেসবুকে একটি পেইজ তৈরী করে মুসলমানদেরকে হত্যার জন্য ইউরোপের জনগণের প্রতি আহবান জানিয়েছে!
ইসলামি বিদ্বেষী এ দলটি, সেন্ট্রাল আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদেরকে হত্যা বিষয়ক সংবাদ উল্লেখ করে লিখেছে, যে সকল উগ্র খ্রিষ্টান ইসলাম ধর্মের অনুসারীদেরকে হত্যা করছে তাদের থেকে শিক্ষা নেয়া উচিত, যেখানে ইসলামি বেশে কাউকে পাও তাকে হত্যা কর!
পেইজটিতে বর্ণবাদের সমর্থনে লেখা প্রকাশ করার বিষয়ে মুসলিম ইউজাররা অভিযোগ করলেও তা ব্লক বা বন্ধ করে দেওয়ার কোন পদক্ষেপই নেয়নি ফেবু কর্তৃপক্ষ।
1352157