IQNA

সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের সমর্থনে বিবৃতি প্রদানের জন্য জাতিসংঘের প্রতি মালেকীর আহবান

13:07 - January 10, 2014
সংবাদ: 1352879
আন্তর্জাতিক বিভাগ : ইরাকের প্রধানমন্ত্রী নূরী মালেকী, এদেশে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের প্রতি সমর্থন ব্যক্ত করে বিবৃতি প্রদানের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানিয়েছেন। সেনাবাহিনী’র হামলায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ‘দ্যা ইসলামি স্টেট অব ইরাক এ্যান্ড সিরিয়া’ (দায়েশ)-এর ৩ সন্ত্রাসী নিহত হয়েছে।

আস-সুমারিয়া নিউজের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইরাকে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিকদের সাথে সাক্ষাতের পর প্রদত্ত এক বিবৃতিত নূরী মালেকী জানিয়েছেন : বর্তমানে সন্ত্রাসবাদ মোকাবেলায় ইরাক যে যুদ্ধে নেমেছে, প্রকৃত অর্থে তা সন্ত্রাসীদের পদক্ষেপের বিরুদ্ধে সমগ্র বিশ্বের যুদ্ধ; যে বিশ্ব সন্ত্রাসবাদ ও উগ্রতাবাদের পক্ষ হতে হুমকির সম্মুখীন।


সন্ত্রাসীদের বিরুদ্ধে ইরাকের প্রতি সমর্থনের জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন : আমি এ অবস্থান গ্রহণের জন্য কৃতজ্ঞতা স্বীকার করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরাকের যুদ্ধের প্রতি সমর্থন ব্যক্ত করে বিবৃতি প্রদানের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানাচ্ছি।


আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি সন্ত্রাসবাদের সহযোগিতা অব্যাহত রাখার ভয়াবহ পরিণামের বিষয়ে সতর্ক করে তিনি বলেন : এরা (সন্ত্রাসীরা) কোনকিছুকেই বাদ দিচ্ছে না; মসজিদ, গীর্জা, ধর্মীয় স্থান সবকিছুর উপরই তারা হামলা চালাচ্ছে।


এদিকে ফালুজা শহরের মসজিদসমূহের মাইক থেকে পশ্চাদপসারণের ঘোষণা দেওয়া হয়েছে। ফালুজা শহরের প্রভাবশালী ব্যক্তিরা সেনাবাহিনী’র সাথে এক সমঝোতায় পৌঁছেছেন বলে জানা গেছে। এর ভিত্তিতে পুলিশ ও আশায়ের সম্প্রদায় ফালুজা শহরের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি শহর ছেড়ে যাওয়া সকলকে তাদের কর্মস্থলে ফিরে আসার আহবান জানানো হয়েছে।


1352451
captcha