
আল-উইফাক ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বাহরাইনের স্বৈরাচারী সরকারি বাহিনী গত বৃহস্পতিবার ভোরে এদেশের বিশিষ্ট শিয়া আলেম মাহমুদ আল-মুসাভী’র বাড়িতে হামলা চালিয়ে তাকে গ্রেফতার করেছে।
সৈন্যরা এ সময় তার মোবাইল, কম্পিউটার ও বইসহ তার অন্যান্য ব্যক্তিগত সামগ্রীও নিয়ে যায়।
জনাব আল-মুসাভি বাহরাইনের সক্রিয় ব্যক্তিত্বদের অন্তর্ভুক্ত। এ পর্যন্ত তিনি ২০টি গ্রন্থ রচনা করেছেন এবং সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে বক্তৃতায় তার বেশ জনপ্রিয়তা আছে।
এদিকে বাহরাইনের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ প্রদর্শন করেছে এদেশের জনগণ। আটক সরকার বিরোধীদের প্রতি সমর্থন ব্যক্ত করতে এ বিক্ষোভের আয়োজন করা হয়।
আদালত কর্তৃক ২৩ জনকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে কারাগারে প্রেরণের প্রতিবাদে এ বিক্ষোভ পালিত হয়েছে।
1352834