IQNA

কিরগিজস্তানে ‘হযরত মুহাম্মাদ (সা.)’ এর জীবনীর আলোকে প্রতিযোগিতা

9:44 - January 11, 2014
সংবাদ: 1353065
আন্তর্জাতিক বিভাগ: আসন্ন ঐক্য সপ্তাহ উপলক্ষে কিরগিজস্তানের রাজধানী বিশকেকের ‘L.T.R’ টিভি চ্যানেল এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের কালচারাল সেন্টারের পক্ষ থেকে ‘হযরত মুহাম্মাদ (সা.)’ এর জীবনীর আলোকে বিশেষ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘হযরত মুহাম্মাদ (সা.)’ এর জীবনীর আলোকে উক্ত প্রতিযোগিতা, বর্তমানে ইসলামী বিশ্বের গুরুত্বের উপর ভিত্তি করে অনুষ্ঠিত হবে।

হযরত মুহাম্মাদ (সা.)-এর নিজ পরিবারের সঙ্গে তার আচরণ, সামাজিক, রাজনৈতিক, মানসিক বিষয় সমূহ, অন্যদের সঙ্গে আচরণ এবং গরিব ও অসহায়দের সাহায্য করার ভিত্তিতে এ প্রতিযোগিতার প্রশ্ন নির্ণয় করা হয়েছে

1352676

captcha