কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.) এবং ইমাম জাফর সাদিক (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে তিন দিন ব্যাপী অষ্টতম আন্তর্জাতিক উৎসব মাহফিল অনুষ্ঠিত হবে।
হযরত আব্বাস (আ.)এর মাযারের কর্তৃপক্ষ সায়্যেদ আকিল আব্দুল হুসাইনুল ইয়াসের জানিয়েছেন: উক্ত আন্তর্জাতিক উৎসব মাহফিল উদযাপনের জন্য প্রাথমিক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বিশ্বের বিভিন্ন ইসলামি দেশের ধর্মীয় পণ্ডিত, বুদ্ধিজীবী, কবি, কুরআনের ক্বারি, শিক্ষাবিদ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদেরকে এ উৎসব মাহফিলে অংশগ্রহণ করার জন্য নিমন্ত্রণ করা হয়েছে। উৎসব মাহফিলের পাশাপাশি ঈদে মিলাদুন নবী উপলক্ষে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
1353087