
তিউনিশিয়ায় অবস্থানরত ইরানি কালাচারাল কাউন্সেলর সাদেক রামাজানী গোল আফজানী ঐক্য সপ্তাহ উপলক্ষে বার্তা সংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাতকারে বলছেন : তিউনিশিয়ায় ইসলাম ধর্মের ইতিহাস ১ হাজার ৫ শত বছরের প্রাচীন। ৫০ হিজরী থেকে এ পর্যন্ত এ দেশের প্রায় ৫ হাজার মসজিদের মিনার থেকে ‘আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ’ এবং ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ (স.)’ ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে।
তিউনিশিয়ায় ঐক্য সম্পর্কে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কালচারাল কাউন্সেলর বলেন : ভ্রাতৃত্বসুলভ সম্পর্ক, মহানবী (স.) ও তার আহলে বাইত (আ.) এর প্রতি ভালবাসা ইসলাম ধর্ম প্রবেশের সময় থেকে উত্তর আফ্রিকায় তিউনিশিয়াকে ইসলামি ঐক্যের একটি উজ্বল নক্ষত্রে রূপান্তরিত করেছে।#
তিনি বলেন তিউনিশিয়ার মুসলমানরা প্রতিবছর -বিশেষভাবে সুফিরা- ২৪টি প্রদেশে ১২ই রবিউল আওয়ালের এক সপ্তাহ আগে ইমাম সাজ্জাদ (আ.) ও ইমাম সাদিক (আ.) এর সাথে সম্পৃক্ত বিভিন্ন দোয়া পাঠের মাধ্যমে পবিত্র ঈদে মীলাদুন্নাবী (স.) উপলক্ষে বিরাট মাহফিল আয়োজনের প্রস্তুতি নেয়।
1352210