IQNA

ঈদে মীলাদুন্নাবী পালনে প্রস্তুত তিউনিশিয়ারা মুসলমানরা : কালচারাল কাউন্সেলর

8:58 - January 12, 2014
সংবাদ: 1353583
আন্তর্জাতিক বিভাগ : তিউনিশিয়ার মুসলমানরা প্রতিবছর ১২ই রবিউল আওয়ালের এক সপ্তাহ আগে ইমাম সাজ্জাদ (আ.) ও ইমাম সাদিক (আ.) এর সাথে সম্পৃক্ত বিভিন্ন দোয়া পাঠের মাধ্যমে পবিত্র ঈদে মীলাদুন্নাবী (স.) উপলক্ষে বিরাট মাহফিল আয়োজনের প্রস্তুতি নেয়।

তিউনিশিয়ায় অবস্থানরত ইরানি কালাচারাল কাউন্সেলর সাদেক রামাজানী গোল আফজানী ঐক্য সপ্তাহ উপলক্ষে বার্তা সংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাতকারে বলছেন : তিউনিশিয়ায় ইসলাম ধর্মের ইতিহাস ১ হাজার ৫ শত বছরের প্রাচীন। ৫০ হিজরী থেকে এ পর্যন্ত এ দেশের প্রায় ৫ হাজার মসজিদের মিনার থেকে ‘আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ’ এবং ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ (স.)’ ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে।


তিউনিশিয়ায় ঐক্য সম্পর্কে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কালচারাল কাউন্সেলর বলেন : ভ্রাতৃত্বসুলভ সম্পর্ক, মহানবী (স.) ও তার আহলে বাইত (আ.) এর প্রতি ভালবাসা ইসলাম ধর্ম প্রবেশের সময় থেকে উত্তর আফ্রিকায় তিউনিশিয়াকে ইসলামি ঐক্যের একটি উজ্বল নক্ষত্রে রূপান্তরিত করেছে।#


তিনি বলেন তিউনিশিয়ার মুসলমানরা প্রতিবছর -বিশেষভাবে সুফিরা- ২৪টি প্রদেশে ১২ই রবিউল আওয়ালের এক সপ্তাহ আগে ইমাম সাজ্জাদ (আ.) ও ইমাম সাদিক (আ.) এর সাথে সম্পৃক্ত বিভিন্ন দোয়া পাঠের মাধ্যমে পবিত্র ঈদে মীলাদুন্নাবী (স.) উপলক্ষে বিরাট মাহফিল আয়োজনের প্রস্তুতি নেয়।


1352210
captcha