
সওতুল ইরাক ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইরাকের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সা’দুন আদ-দাইলামি, সামরিক কর্মকর্তা বাবকর যীবারী ও তার সাথে আসা প্রতিনিধি দলের সাথে এক বৈঠকে আল-কায়েদা ও দায়েশের মোকাবেলায় জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে চেষ্টা চালানোর প্রতি গুরুত্বারোপ করেছেন মাসউদ বারেযানী।
কুর্দিস্তান অঞ্চলের প্রধান মাসউদ বারেযানী বলেছেন : দায়েশের টার্গেট শুধু আল-আনবার প্রদেশ নয় বরং (আল-কায়েদার সহযোগী) সন্ত্রাসী এ সংগঠন ইরাক ও গোটা মধ্যপ্রাচ্যের জন্য হুমকি স্বরূপ।
এ বৈঠকে সা’দুন আদ-দাইলামি, আল-আনবার প্রদেশের বিভিন্ন সমস্যা এবং নিরাপত্তা ও রাজনৈতিক সংকটের বিষয়ে মতবিনিময় করেন।
1353234