
French.ruvr ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বাগদাদে গ্রেফতার হওয়া সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের এক সন্ত্রাসী তার স্বীকারোক্তিতে সৌদি আরবের কাছ থেকে ১৫ কোটি ডলার অর্থ গ্রহণের কথা স্বীকার করেছে।
দায়েশের এ সন্ত্রাসীর বর্ণনামতে ইরাকে –বিশেষতঃ আল-আনবার প্রদেশে- সাম্প্রদায়িক দাঙ্গা ও টানাপোড়ন সৃষ্টির জন্য এ অর্থ সন্ত্রাসী এ দলকে প্রদান করা হয়েছে।
আল-কায়েদার সহযোগী গোষ্ঠী দায়েশ শুধুমাত্র ইরাকে তত্পর নয় বরং সিরিয়াতেও তারা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে এবং সৌদি আরবের সরাসরি সহযোগিতায় শিয়া ও সুন্নিদের মাঝে বিভেদ ও দ্বন্দ সৃষ্টির চেষ্টায়রত তারা।
উল্লেখ্য, সৌদি আরবের আর্থিক ও সামরিক সহযোগিতায় দলটি বর্তমানে ভারী অস্ত্রে সজ্জিত হয়ে সিরিয়া ও ইরাকের বিভিন্ন শহরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মানুষ হত্যা অব্যাহত রেখেছে।
1353308