
রাছেদ চ্যানেলের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : সৌদি আরবের কাতিফ অঞ্চলের জুমআর খোতবায় শেইখ হাসান সাফফার মুসলিম বিশ্বে চলমান সহিংসতা বন্ধের লক্ষ্যে শাসকগোষ্ঠী, বিভিন্ন জাতি, আলেম সমাজ ও মুসলিম নেতাদের প্রতি আহবান জানিয়ে বলেছেন : যে বিষয়টি মুসলিম উম্মাহ’র সামনে হুমকি হয়ে দাঁড়িয়েছে তা হতে কেউই নিরাপদ নয়।
মুসলিম বিশ্বে চলমান সহিংস সংঘর্ষে বিনা কারণে বেসামরিক লোক প্রাণ হারাচ্ছে, এ বিষয়ে দুঃখপ্রকাশ করে তিনি বলেন : সবচেয়ে উদ্বেগের বিষয় হল এ সকল পদক্ষেপ ইসলাম ধর্মের নামে গৃহীত হচ্ছে এবং ইসলামি শ্লোগান ও পতাকা উড়িয়ে মুসলমানদের নিরাপত্তা, স্থিতিশীলতা নষ্ট করা হচ্ছে।
শেইখ হাসান সাফফার বলেন : যখন সভ্য ও উন্নত জাতিগুলো বছর শেষে বিভিন্ন খাতে তাদের অর্জনের পরিসংখ্যান নেয় তখন মুসলিম উম্মাহ সহিংস ঘটনায় নিহতদের সংখ্যা গণনা করে।
1353346