IQNA

মুসলমান হলেন নাইজেরিয়ান ফুটবল তারকা

14:49 - January 13, 2014
সংবাদ: 1358499
আন্তর্জাতিক বিভাগ: বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)এর জীবনী পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নাইজেরিয়ার জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ‘এমেকা ইজিউগো’।

সংবাদ সংস্থা ‘SpyGhana’ এর বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘এমেকা ইজিউগো’ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন: আমি সব সময়ই অনুসন্ধিতসু এবং সত্যের সন্ধানে ছিলাম এবং বিভিন্ন ধর্মের উপর পড়াশুনা করেছি। হযরত মুহাম্মাদ  (সা.)এর জীবনী পড়ে আমি অনুপ্রাণিত হয়েছে।

বিশ্বকাপে খেলা ৪৬ বছরের সাবেক ফুটবল তারকা ইজিউগো বলনে: বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) এর পবিত্র জীবনী আমাকে এতটাই প্রভাবিত করেছে যার ফলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি।

সাবেক ফুটবল তারকা ১৯৯৪ সালে নাইজেরিয়ার জাতীয় দলের সদস্য হিসেবে বিশ্বকাপ ফুটবলে অংশ নিয়েছিলেন।

তিনি জানান, মহান আল্লাহর প্রেরক ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মাদ (সা.)এর অনুসারী হতে পেরে আমি গর্বিত বোধ করছি।

শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করার পর তার নাম পরিবর্তন করে মুস্তাফা মুহাম্মাদ রেখেছেন।

মুস্তাফা মুহাম্মদের মুসলমান হওয়ার খবর সর্বপ্রথম ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কিন্তু এই প্রথম বার তিনি গণমাধ্যমে মুসলমান হওয়ার খবর জানিয়েছেন।

নও মুসলমান মুস্তাফা মুহাম্মাদ জানিয়েছেন: ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে আমি আরও শক্তিশালী হয়েছি এবং যখন থেকে মুসলমান হয়েছি তখন থেকে অধিক ইবাদতের মাধ্যমে আমার জীবনে নিয়মানুবর্তী এবং পূর্ণতা ফিরে পেয়েছি।

তিনি বলেছেন: আমি সবে মাত্র একটি বীজ বুনেছি এবং এখন একে পরিচর্যা করছি যাতে এটা গাছে পরিণত হয়। ইসলাম গ্রহণের বিভিন্ন ভাল দিক ধীরে ধীরে আমার কাছে স্পষ্ট হবে, তবে এই মুহূর্তে আমি বলব, এ ধর্ম আমার জীবনকে আগের চেয়েও অধিক সুশৃঙ্খল করেছে।

1353137

captcha