IQNA

শ্যারণের মৃত্যু; গাজায় জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ

14:53 - January 13, 2014
সংবাদ: 1358502
আন্তর্জাতিক বিভাগ: ইসরাইলের সাবেক কশাই প্রধানমন্ত্রী শ্যারণের মৃত্যুর খবর শুনে ফিলিস্তিনির গাজা শহরের অধিবাসীরা শ্যারনের ছবিতে আগুন জ্বালিয়ে নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করে উৎসব পালন করেছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: শনিবার শ্যারণের মৃত্যুর সংবাদে উল্লাসে ফেটে পড়ে ফিলিস্তিন জনগণ। মৃত্যুদুত খ্যাত শ্যারনের মৃত্যু সংবাদের আনন্দে ফিলিস্তিনির গাজায় মিষ্টি বিতরণ উৎসব শুরু হয়।

শ্যারন ১৯৮২ সালে যুদ্ধমন্ত্রী থাকাকালে লেবাননে হামলা চালিয়েছিল এবং এরপর ১৯৮৩ সালে সারবা ও শাতিলায় গণহত্যা চালানোর কারণে শ্যারন আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার সম্মুখীন হয় এবং শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করতে বাধ্য হয়। ২০০৬ সালের ৪র্থ জানুয়ারি স্ট্রোক করার পর ৮৫ বছর বয়সী শ্যারণ কোমায় যায় এবং দীর্ঘ সাত বছর কোমায় থাকার পর ১১ই জানুয়ারি শনিবার মারা যায়।

http://www.isna.ir/fa/news/92102212177/%D8%AA%D9%88%D8%B2%DB%8C%D8%B9-%D8%B4%DB%8C%D8%B1%DB%8C%D9%86%DB%8C-%D9%88-%D8%AC%D8%B4%D9%86-%D9%81%D9%84%D8%B3%D8%B7%DB%8C%D9%86%DB%8C-%D9%87%D8%A7-%D8%AF%D8%B1-%D8%BA%D8%B2%D9%87

captcha