কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: শনিবার শ্যারণের মৃত্যুর সংবাদে উল্লাসে ফেটে পড়ে ফিলিস্তিন জনগণ। মৃত্যুদুত খ্যাত শ্যারনের মৃত্যু সংবাদের আনন্দে ফিলিস্তিনির গাজায় মিষ্টি বিতরণ উৎসব শুরু হয়।
শ্যারন ১৯৮২ সালে যুদ্ধমন্ত্রী থাকাকালে লেবাননে হামলা চালিয়েছিল এবং এরপর ১৯৮৩ সালে সারবা ও শাতিলায় গণহত্যা চালানোর কারণে শ্যারন আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার সম্মুখীন হয় এবং শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করতে বাধ্য হয়। ২০০৬ সালের ৪র্থ জানুয়ারি স্ট্রোক করার পর ৮৫ বছর বয়সী শ্যারণ কোমায় যায় এবং দীর্ঘ সাত বছর কোমায় থাকার পর ১১ই জানুয়ারি শনিবার মারা যায়।
http://www.isna.ir/fa/news/92102212177/%D8%AA%D9%88%D8%B2%DB%8C%D8%B9-%D8%B4%DB%8C%D8%B1%DB%8C%D9%86%DB%8C-%D9%88-%D8%AC%D8%B4%D9%86-%D9%81%D9%84%D8%B3%D8%B7%DB%8C%D9%86%DB%8C-%D9%87%D8%A7-%D8%AF%D8%B1-%D8%BA%D8%B2%D9%87