কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ভারতের রাষ্ট্রপতি প্রণব মূখার্জি পবিত্র ঈদে মীলাদুন্নাবী উপলক্ষে ভারত সহকারে বিশ্বের মুসলমানদের অভিনন্দন জানিয়েছেন।
তিনি আরও বলেছেন: আমি বিশ্বাস করি যে, বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) মানুষের সেবার জন্য প্রেরিত হয়েছেন।
১৪ জানুয়ারি পবিত্র ঈদে মীলাদুন্নাবী উপলক্ষে ভারতে সরকারী ছুটি দেওয়া হয়েছে এবং সেদেশের বিভিন্ন প্রদেশের মুসলমানেরা উৎসব মাহফিলের আয়োজন করেছে।
উল্লেখ্য, ভারতে মোট জনসংখ্যা প্রায় একশত দুই কোটি চল্লিশ লাখ এবং এর মধ্যে প্রায় বিশ কোটি মুসলমান।
http://www.irna.ir/fa/News/80993101/%D8%A2%D8%B3%DB%8C%D8%A7_%D9%88_%D8%A7%D9%82%DB%8C%D8%A7%D9%86%D9%88%D8%B3%DB%8C%D9%87/%D8%B1%DB%8C%DB%8C%D8%B3_%D8%AC%D9%85%D9%87%D9%88%D8%B1%DB%8C_%D9%87%D9%86%D8%AF_%D9%BE%DB%8C%D8%A7%D9%85_%D8%AD%D8%B6%D8%B1%D8%AA_%D9%85%D8%AD%D9%85%D8%AF%28%D8%B5%29_%D8%AA%D8%B1%D9%88%DB%8C%D8%AC_%D8%AF%D9%88%D8%B3%D8%AA%DB%8C_%D9%85%DB%8C%D8%A7%D9%86_%D9%87%D9%85%D9%87_%D9%85%D8%B1%D8%AF%D9%85_%D8%AC%D9%87%D8%A7%D9%86_%D8%A7%D8%B3%D8%AA