yabiladi.fr’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: স্পেনের স্বায়ত্তশাসিত প্রদেশ ভ্যালেন্সিয়ায় একটি মসজিদে ক্রমাগত আক্রমণ করার পর আবারও গত বৃহস্পতিরে ইসলাম বিদ্বেষীরা আক্রমণ চালিয়েছে। এর ফলে ঐ প্রদেশের মুসলমানেরা স্পেনের সরকারের নিকটি নিরাপত্তার আহ্বান জানিয়েছেন।
ভ্যলেন্সিয়া ইসলামিক সেন্টার এক বিবৃতিতে সেদেশের সরকারের নিকট মসজিদের আশেপাশের রাস্তায় নজরদারি ক্যামেরা লাগিয়ে, মসজিদ অবমানকারীদের গ্রেফতার করে, শহরের শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে।
এ বিবৃতিতে আরও উল্লেখ্য করেছে ইসলাম বিদ্বেষীরা মসজিদের ভিতরে আগুন লাগানোর চেষ্টার চালিয়েছে কিন্তু সৌভাগ্যক্রমে তারা তাদের লক্ষ্যে পৌছাতে পারিনি। কিন্তু ইসলাম বিদ্বেষীরা মসজিদের দরজায় আগুন লাগাতে সক্ষম হয়েছে। নামাজিরা অগ্নি বিস্তার রোধ করে মসজিদের ভিতরে আগুন প্রবেশের বাধা সৃষ্টি করেছে।
এছাড়াও ইসলাম বিদ্বেষীরা মসজিদের দেওয়ালে ইসলাম এবং মুসলমানদের নামে অবমাননাকর উক্তি লিখেছে। এ অবমাননাকর কর্মের ফলে সেদেশের মুসলমানেরা চরম দুশ্চিন্তায় রয়েছে।
এছাড়াও মসজিদের আশেপাশে মুসলমানদের বসতি এবং ইসলাম বিদ্বেষীদের ক্রমাগত আক্রমণের জন্য এসকল মুসলমানেরা দুশ্চিন্তায় রয়েছে।
উল্লেখ্য, ইসলাম বিদ্বেষীরা স্পেনের স্বায়ত্তশাসিত প্রদেশ ভ্যালেন্সিয়ার মসজিদে এপর্যন্ত তিন বার আক্রমণ করেছে এবং সেদেশের সরকার এখনও পর্যন্ত এ কুকর্মের কর্তাদের গ্রেফতারের কোন পদক্ষেপ নেয়নি।
1358818