IQNA

যায়েরদের জন্য নাজাফে ৫টি উপশহর নির্মাণ করা হবে

15:53 - January 15, 2014
সংবাদ: 1359690
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের পবিত্র নগরী নাজাফে অবস্থিত ইমাম আলী (আ.)এর মাযারের পরিচালক যায়েরদের জন্য পাঁচটি উপশহর নির্মাণের অনুমোদন দিয়েছে।

সংবাদ সংস্থা নুন’এর বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইমাম আলী (আ.)এর মাযারের পরিচালক জানিয়েছেন: ২০১৪ সালের বাজেটে পবিত্র নগরী নাজাফে যায়েরদের জন্য পাঁচটি উপশহর এবং মিডিয়া টাউন এবং হাসপাতাল নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।

ইমাম আলী (আ.)এর মাযারের তথ্য বিভাগের প্রধান ‘ফায়েকুশ শামরী’ জানিয়েছেন: নাজাফে প্রবেশর প্রধান সড়কে এই উপশহরগুলো নির্মাণ করা হবে।

তিনি আরও বলেন, কারবালা এবং নাজাফ সড়কের মাঝে দুটি উপশহর ও নাজাফের দক্ষিণে দুটি উপশহর এবং একটি শহর ‘আল আহওয়ালী’ শহর প্রাঙ্গণে নির্মাণ করা হবে।

প্রতিবেদন অনুযায়ী, প্রতিটি উপশহরের আয়তন ৩০ থেকে ৫০ হেক্টর এবং এ উপশহর গুলোয় যায়েরদের জন্য সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

1359002

captcha