সংবাদ সংস্থা ‘World Bulletin’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মন্টিনিগ্রো’র প্রধান মন্ত্রীর সচিব এবং বুসনিয়াক দলের সভাপতি ‘সালজু মুস্তাফিজ’ সেদেশের মুসলমানদের পরিচয় করানোর জন্য দেশের জাতীয় পতাকায় ইসলামী চিহ্ন যুক্ত করার আহ্বান জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, ইসলাম ধর্মের অনুসারীরা এদেশের আদিবাসী বাসিন্দা এবং যুগ যুগ ধরে এদেশে বসবাস করছে ও এ দেশ গঠনে তাদের যথেষ্ট ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন: মুসলমানেরা এদেশের অধিবাসী এবং এজন্য তাদের দাবি দেশের জাতিয় পতাকায় ইসলামী চিহ্ন যুক্ত হক।
মন্টিনিগ্রোয় বসবাস কৃত বসনিয়ারা বুসনিয়াক নামে প্রসিদ্ধ। মন্টিনিগ্রোয় সংখ্যালঘু মুসলমানেরা ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলে বসবাস করে। ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলে বসবাস কৃত মুসলমানের সংখ্যা প্রায় ১০ শতাংশ।
এখনও পর্যন্ত মন্টিনিগ্রোর সরকার সেদেশের মুসলমানদের আহ্বানে কোন সাড়া দেয়নি।
বুসনিয়াক দল জানিয়েছে, মন্টিনিগ্রোর জাতিয় পতাকায় খৃস্টান চিহ্ন রয়েছে এবং ইসলামি চিহ্ন যুক্ত হলে কোন সমস্যা সৃষ্টি হবেনা এবং শুধুমাত্র মুসলমানদের দেশের প্রতিনিধি হিসেবে পরিচয় করানোর উদ্দেশ্যে এই আহ্বান করা হয়েছে।
1358715