IQNA

লেবাননে ‘মাজেদুল মাজেদে’র সহযোগী গ্রেফতার

10:07 - January 18, 2014
সংবাদ: 1360185
আন্তর্জাতিক বিভাগ: আব্দুল্লাহ আজ্জাম ব্রিগেডের সাবেক প্রধান ‘মাজেদুল মাজেদে’র ঘনিষ্ঠ সহযোগীকে এবং বৈরুতে অবস্থিত ইরানি দূতাবাসে হামলাকারীকে গ্রেফতার করেছে লেবাননের নিরাপত্তা বাহিনী।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: লেবাননের নিরাপত্তা সংস্থা জানিয়েছে: সম্প্রতি বৈরুতে অবস্থিত ইরানি দূতাবাসে হামলাকারী এবং আব্দুল্লাহ আজ্জাম ব্রিগেডের সাবেক প্রধান সৌদি সন্ত্রাসী ‘মাজেদুল মাজেদে’র ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করেছে।

লেবাননের নিরাপত্তা সূত্রে জানা গিয়েছে, লেবাননের পূর্বাঞ্চলে বাকায়া শহর থেকে সেদেশের সেনাবাহিনী দুই জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে একজন ফিলিস্তিনই এবং অপর জন লেবাননের অধিবাসী। সেদেশের নিরাপত্তা সংস্থা আশংকা করছে এরা আব্দুল্লাহ আজ্জাম ব্রিগেডের সাবেক প্রধান সৌদি সন্ত্রাসী ‘মাজেদুল মাজেদে’র ঘনিষ্ঠ সহযোগী।

উক্ত অপারেশনে বাকায়া শহরের আব্দুল্লাহ আজ্জাম ব্রিগেড দলের নেতা এবং মাজেদুল মাজেদের অপর সহযোগী জামাল দাফতারদারকে (মুহাম্মদ মেসরী নামে বিখ্যাত) গ্রেফতার করেছে।

সৌদি সন্ত্রাসী আল-মাজেদের নেতৃত্বাধীন তাকফিরী গ্রুপ ‘আব্দুল্লাহ আজ্জাম ব্রিগেড’ গত ১৯শে নভেম্বর বৈরুতে ইরানি দূতাবাসে হামলার দায়ভার স্বীকার করে।

সন্ত্রাসীরা গত বৃহস্পতিবারে বাকায়া অঞ্চলের আল হারমাল শহরে বোমা বিস্ফোরণ ঘটায়। এ ঘটনাই বেশ কয়েক জন লেবাননী আহত এবং নিহত হয়। এ হামলার কথা আনুষ্ঠানিক ভাবে স্বীকার করেছে লেবাননের সন্ত্রাসী দল ‘জেবহাতুন নাসারাহ’।

1359920

captcha