IQNA

গাজায় জায়নবাদিদের বিমান হামলা: আহত ৫

10:08 - January 18, 2014
সংবাদ: 1360187
আন্তর্জাতিক বিভাগ: ফিলিস্তিনির নিরাপত্তা সংস্থা এবং বিভিন্ন হাসপাতাল জানিয়েছে, গাজায় জায়নবাদিরা বিমান হামলা চালিয়েছে এবং এই হামলায় পাঁচ ফিলিস্তিনির আহতর হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফিলিস্তিনির নিরাপত্তা সংস্থা এবং বিভিন্ন হাসপাতাল জানিয়েছে, গত বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সামরিক যোদ্ধারা গাজার পূর্ব ও পশ্চিমে হামলা চালিয়েছে।

এ হামলার দরুন চার জন মহিলা সহ মোট পাঁচ ফিলিস্তিনই অধিবাসী আহত হয়েছে এবং এ হামলায় জায়নবাদিরা হামাসের সামরিক ঘাটিতে বোমা বর্ষণ করে।

1359924

captcha