কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ১৯৪৮ সালের অন্তর্ভুক্ত ফিলিস্তিনির সম্পূর্ণ পতাকার চিহ্ন এ দলের জার্সিতে যুক্ত করা হয়েছে।
এর ফলে ‘ডিপুরিটিও ফিলিস্তিনু’ ফুটবল দলের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। সেদেশের টেলিভিশন চ্যানেল গুলোয় ব্যাপক সাড়া পেয়েছে।
অবশ্য চিলির কিছু ইহুদি সম্প্রদায়ের কর্মকর্তাগণ এই কর্মকে অবমাননাকর হিসেবে বিবেচনা করেছে। চিলি জাতিগত ফিলিস্তিনি ফেডারেশন, চিলিতে অবস্থিত জায়নবাদিরা সেদেশের যুবকদের সামরিক প্রশিক্ষণের জন্য ইসরায়িলে প্রেরণের জন্য কঠোর সমালোচনা করেছে।
ফিলিস্তিনি অভিবাসীদের সহযোগিতায় চিলির রাজধানী সন্তিয়াগো’য় ১৯২০ সালে ‘ডিপুরিটিও ফিলিস্তিনু’ ফুটবল দল প্রতিষ্ঠিত হয় এবং এই ফুটবল দলের পোশাকের রং ফিলিস্তিনির পতাকার রং তথা কালো, সাদা, সবুজ এবং লাল রং নির্ধারণ করা হয়েছে।
‘ডিপুরিটিও ফিলিস্তিনু’ ফুটবল দল ১৯৫৫ এবং ১৯৭৮ সালে চিলির জাতীয় ফুটবল লীগের চ্যাম্পিয়ান হয়েছে।
চিলি আমেরিকা মহাদেশের একটি দেশে এবং এদেশের অধিকাংশ জনগণ ফিলিস্তিনির। চিলির প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার জনগণ ফিলিস্তিনির অধিবাসী।
1360325