কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বাহরাইনের বাদশাহর ছবি রাস্তার উপর থাকার কারণে আলে খলিফার সামরিক বাহিনী ঐ গ্রামে প্রবেশ করে গ্রামবাসীদের উপর টিয়ার গ্যাস এবং গুলি নিক্ষেপ করে। এরফল বহু গ্রামবাসী আহত হয়েছে।
আলে খলিফার সামরিক বাহিনীর আক্রমণের সাথে সাথে ঈদে মিলাদুন্নবী (সা.)এর উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণকারী ‘আব্দুল্লাহ আল-তাবাল’ নিকটবর্তী থানায় খবর দেয়।
এ আক্রমণের ফলে আহতদের ছবি মানবাধিকার সংস্থা প্রকাশ করেছে।
1360686