IQNA

ভারতে অনুষ্ঠেয় কুরআন প্রতিযোগিতার সমাপ্তি

23:40 - January 20, 2014
সংবাদ: 1361282
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : হেফজ ও তেলাওয়াত বিষয়ক কুরআন প্রতিযোগিতা গতকাল (১৯শে জানুয়ারী) ভারত এবং ইরানের ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে নয়াদিল্লিস্থ ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রে সমাপ্ত হয়েছে।

 

 

বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান গত শুক্রবার (১৭ই জানুয়ার) অনুষ্ঠিত হয়। এতে ইসলামি ইরানের সাংস্কৃতিক কেন্দ্র প্রধান ‘আহমাদ আলামী’ পবিত্র ঈদে মীলাদুন্নাবী (স.) ও তাঁরই বংশধর ইমাম সাদিক (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে মোবারকবাদ জ্ঞাপনের পর মুসলিম উম্মাহ’র ঐক্যের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন : আল্লাহর রশিকে যদি মুসলমানরা শক্তভাবে আঁকড়ে ধরতো তবে তারা আজ এ পরিস্থিতির শিকার হত না এবং মুসলমানদের বিরুদ্ধে জায়নবাদীদের কোন ষড়যন্ত্রই কাজে লাগতো না।

দিল্লি’র ইমামিয়া হল মসজিদের জুমআর খতিব মাওলানা শেখ মুমতাজ আলী বলেন : বর্তমানে পবিত্র কুরআন বিশ্বের মানুষের মাঝে প্রভাব বিস্তার করে চলেছে এবং ইসলাম ধর্ম প্রচারের জন্য সবচেয়ে বড় উপকরণ হচ্ছে এ কুরআন।

উল্লেখ্য, এ প্রতিযোগিতা ৩ দিন ব্যাপী ভারতের বিভিন্ন অঞ্চল হতে আগত ক্বারী ও হাফেজদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।#1360821

captcha