IQNA

আফ্রিকায় খ্রিস্টান চরমপন্থিদের সহিংসতা বৃদ্ধি; মুসলিম যুবককে পুড়িয়ে হত্যা

9:24 - January 21, 2014
সংবাদ: 1361355
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার বাঙ্গুয়ি শহরে গত ১৯শে জানুয়ারিতে একজন মুসলমানকে খ্রিস্টান চরমপন্থি একদল যুবক প্রহার করে জীবিত পুড়িয়ে মেরেছে।

‘alwihdainfo’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মধ্য আফ্রিকা এবং ফরাসির পুলিশ থাকা সত্ত্বেও সেদেশে খ্রিস্টান চরমপন্থিরা প্রতিদিন মুসলমানদের উপর অত্যাচার করে আসছে। জাতিসংঘের প্রতিবেদনেও কয়েক জন মুসলমান হত্যার খবর এসেছে।

মিডিয়া প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসেছে, মধ্যে আফ্রিকার বাঙ্গুয়ি শহরে গত ১৯শে জানুয়ারিতে তিনজন মুসলমানকে খ্রিস্টান চরমপন্থি একদল যুবক প্রহার করে নৃশংস ভাবে হত্যা করেছে এবং এদেশের মধ্যে একজনকে জীবিত পুড়িয়ে মেরেছে।

খ্রিস্টান চরমপন্থি যুবকরা মুসলমানদের উপর পাশবিক হামলা চালিয়ে ছবি এবং ভিডিও করেছে। ফরাসি সামরিক বাহিনী ছবি ও ভিডিও সংগ্রহ করে মিডিয়ায় প্রচার করেছে।

অপরদিকে গত সপ্তাহে খ্রিস্টান চরমপন্থিরা এক মুসলিম অধিবাসীকে হত্যা করে তার লাশ বিকৃত করে কলিজা ভক্ষণ করেছে। এমতাবস্থায় মধ্য আফ্রিকার নিরাপত্তার জন্য বিদেশী সেনার সেদেশে উপস্থিত রয়েছে। কিন্তু বিদেশী সেনারা খ্রিস্টান চরমপন্থিদের পাশবিক আক্রমণের প্রতিরোধে কোনই পদক্ষেপ গ্রহণ করছে না!

1360912

captcha