IQNA

গাজায় ইসরাইলের বিমান হামলা

9:25 - January 21, 2014
সংবাদ: 1361356
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ১৯শে জানুয়ারিতে আবারও বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: গাজার কেন্দ্র এবং দক্ষিণে দুটি প্রতিরোধ ঘাটিতে এ হামলা চালায় জায়নবাদিরা।

ফিলিস্তিনের মিডিয়ায় উল্লেখ করা হয়েছে, ১৯শে জানুয়ারি সকালে ইসরাইলের জঙ্গি বিমান নুসাইরাতে ফিলিস্তিনের প্রতিরক্ষা ঘাটিতে বোমা নিক্ষেপ করে। বোমা বিস্ফোরণের ফলে আশেপাশের এলাকা ধুলো এবং ধোয়া’য় ঢেকে যায়।

মিডিয়ায় আরও উল্লেখ করা হয়, হটাত করে ইসরাইলের জঙ্গি বিমান ফিলিস্তিনের আকাশ সীমায় প্রবেশ করে বোমা নিক্ষেপ করে। সমকালীন সময় জায়নবাদিদের বিমান এবং হেলিকপ্টার গাজার আকাশ সীমায় মহড়া দেয়।

উল্লেখ্য, ফিলিস্তিনদের ইটপাটকেলের বিপরীতে বিমান ও ট্যাঙ্ক হামলা চালিয়ে দমন-পীড়ন টালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল। এতে বহু ফিলিস্তিনই শিশু ও নারী নিহত হচ্ছে।

1360684

captcha