তিনি বলেন: শিয়া এবং সুন্নি মাযহাবের মধ্যে অনেক মিল রয়েছে এবং শুধুমাত্র এক ক্ষেত্রে মতভেদ। এ মতভেদ নবীর (সা.) সুন্নতে পালনের ক্ষেত্রে নয়। কারণ শিয়া ও সুন্নি মাযহাবের অনুসারীদের একমাত্র লক্ষ্য হচ্ছে নবী (সা.)এর সুন্নতের অনুসরণ করা। শিয়া ও সুন্নি মাযহাবের মধ্যে মূল পার্থক্য হচ্ছে উৎস অথবা সূত্র। শিয়ারা নবী (সা.)এর সুন্নতে পৌঁছানোর জন্য তাঁর [হযরত মুহাম্মাদ (সা.)] আহলে বাইয়েত (আ.)কে সবচেয়ে নির্ভরযোগ্য সূত্র হিসেবে বিশ্বাস করে।
এছাড়াও উৎসব মাহফিলে ইংল্যান্ড ইসলামিক সেন্টারের প্রধান ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মায়াযী’ উপস্থিত শ্রোতাদের হযরত মুহাম্মাদ (সা.) এবং ইমাম জাফর সাদিক (আ.)এর মহিমান্বিত জন্ম দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়ে বলেন: মহান আল্লাহ সর্বপ্রথম যে নূরটি তৈরই করেছিল সেটি হল হযরত মুহাম্মাদ (সা.)এর নূর এবং তিনি পৃথিবীর অন্য মানুষের মত মাটির তৈরই।
1361177