IQNA

অ-ইসলামী দেশে হিজাবী মহিলাদের হয়রানি বৃদ্ধি

8:53 - January 22, 2014
সংবাদ: 1361868
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি এক জরিপে দেখা গিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে ইসলামি হিজাব ব্যাবহারের দরুন হিজাবী মহিলারা হয়রানির শিকার হচ্ছে।

‘Pew Research’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ জরিপে উল্লেখ করা হয়েছে, ইসলামি হিজাব ব্যাবহারের ফলে বিগত বছরের তুলনায় মুসলিম নারীদের ২০১২ সালে অধিক ভোগান্তিতে ভুগতে হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম মহিলারা ২০১২ সালে ৩২ শতাংশ হয়রানির শিকার হয়েছে। যা ২০১১ সালে ২৫ শতাংশ ও ২০০৭ সালে ৭ শতাংশ ছিল।

এ জরিপে আরও উল্লেখ করা হয়েছে, যে সকল দেশ ইসলামী পোশাক পরিধানের বিরোধিতা পোষণ করে (বিশ্বের মধ্যে এসকল দেশের সংখ্যা প্রায় এক চতুর্থাংশের বেশী) সেসকল দেশে হিজাবী মহিলাদের অধিক হয়রানির শিকার হতে হয়েছে।

বর্তামানে বিশ্বের বিভিন্ন দেশে হিজাব নিষেধাজ্ঞা জারি আরোপ করা হয়েছে। বিশেষ করে ইউরোপিয়ানে দেশ যথা ফ্রান্স এবং বেলজিয়ামে অধিক পরিলক্ষিত হয়েছে।

1361612

 

captcha