IQNA

মিশর কুরআন প্রতিযোগিতায় বিচারকার্যের জন্য বিশিষ্ট ক্বারীদের আমন্ত্রণ

8:00 - January 24, 2014
সংবাদ: 1364523
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : মিশরের ওয়াকফ বিষয়ক মন্ত্রী, মিশরের ২১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিচারকার্যের লক্ষ্যে বিশিষ্ট ক্বারীদের নাম ঘোষণার জন্য ইসলামি ও আরবি দেশসমূহের প্রতি আহবান জানিয়েছেন।

ওয়াটো ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট :মিশরের ২১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিচারকার্যের লক্ষ্যে বিশিষ্ট ক্বারীদের নাম ঘোষণার জন্য ইসলামি ও আরবি দেশসমূহের প্রতি আহবান জানিয়েছেন মিশরের ওয়াকফ বিষয়ক মন্ত্রী।

এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে ইসলামি ও আরবি দশটি দেশের প্রতিনিধিদের নাম ঘোষণার আহবান জানিয়েছেন তিনি। আগামী ৫ই এপ্রিল থেকে ২০শে এপ্রিল নাগাদ অনুষ্ঠিত এ প্রতিযোগিতা মোট ৪টি বিভাগে অনুষ্ঠিত হবে।

প্রথম বিভাগ : তাজবিদ, তারতিল ও আয়াতের শানে নুযুলসহ হেফজ (পূর্ণ কুরআন)। দ্বিতীয় বিভাগে তাজবিদ, তারতিল ও ৩০তম পারার তাফসিরসহ হেফজ (পূর্ণ কুরআন) (যা আরবদের জন্য)। তৃতীয় বিভাগ : তারতিল ও তাজবিদসহ ২০ পারার হেফজ (এ বিভাগটি অনারবদের জন্য)। চতুর্থ বিভাগ : ২৩ থেকে ৩০ তম পারা পর্যন্ত হেফজ (এ বিভাগটিও অনারবদের জন্য)।

উল্লেখ্য, প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিশরের ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয় ও আল-আযহারের সহযোগিতায় মিশরের প্রেসিডেন্ট ও আল-আযহার প্রধান আহমাদ আত-তাইয়্যেবে’র উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।#1362060

captcha