কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সুইজারল্যান্ডে অনুষ্ঠিত জেনেভা-২ সম্মেলনে ফ্রান্সিস পোপ জানিয়েছেন: বিগত বছরগুলোই সিরিয়ার আভ্যন্তরীণ যুদ্ধে লক্ষাধিক জনতা নিহত হয়েছে এবং আমি এই যুদ্ধ ও রক্তপাত অবসানের আহ্বান জানাচ্ছি।
ভ্যাটিকান সেন্ট পিটার চার্চের পোপ, সিরিয়ার সরকার এবং সশস্ত্র বিরোধী দলেন নিকট সংঘাত অবসান এবং দেশের শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য উদ্দেশ্যমূলক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।
ফ্রান্সিস পোপ সিরিয়ার শান্তি ফিরিয়ে আনার জন্য দোয়া করে বলেছেন: সিরিয়ার যুদ্ধ এবং রক্তপাত অবসান করে দেশ গঠনের জন্য সবাইকে এক হতে হবে এবং সিরিয়ার সকল অধিবাসী একে অপরকে ভাইয়ের দৃষ্টিতে দেখতে হবে, না শত্রুর দৃষ্টিতে।
http://www.mehrnews.com/detail/News/2219542